জনকল্যাণ করা সিপিসি'র ক্যাডারদের সবচেয়ে বড় অর্জন: সি চিন পিং
  2020-05-22 21:33:59  cri

মে ২২: প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, জনকল্যাণ করা সিপিসি'র ক্যাডারদের সবচেয়ে বড় অর্জন। শুক্রবার সকালে চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) তৃতীয় অধিবেশন বেইজিংয়ে উদ্বোধন করা হয়। এদিন বিকালে, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং ইনারমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এনপিসি প্রতিনিধিদের সঙ্গে সরকারি কার্যবিবরণী নিয়ে আলোচনার সময় এ কথা বলেছেন।

তিনি জানান, জনকল্যাণকে কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে সিপিসি'র ক্যাডারদের অনুসরণ করতে হবে। তাদের ক্ষমতা দিয়েছে সিপিসি ও জনগণ, এ ক্ষমতা সিপিসি ও জনগণের জন্য কাজ করা ও জনগণের কল্যাণ বৃদ্ধিতে ব্যবহার করতে হবে। দুর্নীতির দৃঢ় বিরোধিতা করে সিপিসি, পাশাপাশি আচারপ্রিয়তা ও আমলাতন্ত্র দৃঢ়ভাবে প্রতিরোধ করবে সিপিসি।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040