জনগণ চীনের কমিউনিস্ট পার্টি প্রশাসনের মূল ভিত্তি: সি চিন পিং
  2020-05-22 20:53:19  cri
মে ২২: চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষনেতা ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, জনগণ সিপিসি প্রশাসনের মূল ভিত্তি।

আজ (শুক্রবার) চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন চলাকালে ইনারমঙ্গোলিয়ার প্রতিনিধিদলের পর্যালোচনায় যোগ দিয়ে এ কথা বলেছেন সি চিন পিং।

প্রেসিডেন্ট সি বলেছেন, চীনের সমাজতান্ত্রিক গণতন্ত্র জনগণের মূল স্বার্থ রক্ষার জন্য সবচেয়ে কার্যকর। জনগণের উচিত গণতন্ত্রে অবিচল থাকা।

সিপিসি'র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে 'জনগণের সুন্দর জীবনের প্রত্যাশাকে' সিপিসি'র দেশ প্রশাসনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন সি চিন পিং। পর্যালোচনার সময় তিনি বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কর্মসংস্থান, শিক্ষা ও চিকিত্সাসহ নানা বাস্তব সমস্যা সমাধানের নির্দেশনা দেন।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040