মে ২২: প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, যে কোনও মূল্যে গণস্বাস্থ্য ও জীবন রক্ষা করব। শুক্রবার সকালে চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) তৃতীয় অধিবেশন বেইজিংয়ে উদ্বোধন করা হয়। এদিন বিকালে, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং ইনারমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এনপিসি প্রতিনিধিদের সঙ্গে সরকারি কার্যবিবরণী নিয়ে আলোচনার সময় এ কথা বলেছেন।
সি চিন পিং জানান, সিপিসি সবসময় জনস্বার্থকে শীর্ষে রেখেছে। তিনি বলেছেন, 'জনগণকে কেন্দ্র করে" উন্নত চিন্তাধারার আলোকে যত বড় চ্যালেঞ্জেই হোক না কেন, সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও এ চিন্তাধারা অপরিবর্তিত থাকবে। জনগণ, তাদের জীবন, গণস্বাস্থ্য ও প্রাণের নিরাপত্তা শীর্ষে রেখেছে সিপিসি।
(আকাশ/তৌহিদ/রুবি)