বর্তমান সমস্যা মোকাবিলার ক্ষমতা রয়েছে চীনা অর্থনীতির: হ্য লি ফেং
  2020-05-22 19:57:28  cri

মে ২২: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির পরিচালক হ্য লি ফেং শুক্রবার সকালে চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) তৃতীয় অধিবেশনের 'মন্ত্রী করিডোরে' এক সাক্ষাৎকারে বলেন, কোভিড-১৯ মহামারী চীনের অর্থনীতির উপর বড় আঘাত করেছে, তারপরও অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। চীনা অর্থনীতির এ সমস্যা মোকাবিলার ক্ষমতা রয়েছে।

তিনি বলেন, সাধারণভাবে বললে চীনা অর্থনীতির চাপ গ্রহণের সক্ষমতা ও দৃঢ়তা তুলনামূলক শক্তিশালী। এপ্রিল মাসে চীনের শিল্প খাতে বৃদ্ধির হার ছিল ৩.৯ শতাংশ; এসময় যাতায়াত ও পরিবহন খাত দ্রুত স্বাভাবিক হয়ে উঠছে। অন্যান্য খাতও দ্রুত পুনরুদ্ধার হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যৎ উন্নয়নের প্রবণতা থেকে বলা যায়, চীনের অর্থনীতির সুষ্ঠু প্রবণতা বজায় থাকবে। অব্যহতভাবে চীনা অর্থনীতির স্থিতিশীল, সুষ্ঠু ও টেকসই উন্নয়ন এগিয়ে নেয়ার ক্ষমতা ও বিশ্বাস রয়েছে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040