মে ২২: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং শুক্রবার সকালে বেইজিংয়ে জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কার্যবিবরণীতে বলেন, চীন তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা কার্যক্রমের দৃঢ় বিরোধিতা ও প্রতিরোধ করবে। তাইওয়ান প্রণালীর দু'পারের বিনিময় ও সহযোগিতা এগিয়ে নেওয়া, দু'তীরের সমন্বিত উন্নয়ন জোরদার করা এবং তাইওয়ানবাসীর কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট নীতি ও ব্যবস্থা আরো উন্নত করবে। তাইওয়ানবাসীদের একত্রিত করে তথাকথিত তাইওয়ান স্বাধীনতা দাবিদারদের প্রতিহত করার কথাও বলেন তিনি।
হংকং ও ম্যাকাও সম্পর্কে তিনি বলেন, 'এক দেশ, দুই ব্যবস্থা', 'হংকংবাসীর হংকং শাসন' , 'ম্যাকাওবাসীর ম্যাকাও শাসন' ও 'সর্বোচ্চ মাত্রার স্বায়ত্তশাসনের' নীতি সার্বিক ও সঠিকভাবে অনুসরণ করা হবে। হংকং ও ম্যাকাওয়ের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রা উন্নয়নে সমর্থন দেওয়ার পাশাপাশি হংকং ও ম্যাকাওয়ের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখবে চীন।
(আকাশ/তৌহিদ/রুবি)