চীন চলতি বছরের লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে: সিআরআই সম্পাদকীয়
  2020-05-22 19:29:33  cri
মে ২২: চীন সরকারের বার্ষিক কার্যবিবরণীতে এ বছরের অর্থনৈতিক উন্নয়ন ও নীতির প্রবণতা তুলে ধরা হয়। আজ (শুক্রবার) চীন সরকার দেশের জাতীয় গণকংগ্রেসের কাছে পেশ করা ২০২০ সালের সরকারি কার্যবিবরণীতে এ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখ করে নি। কার্যবিবরণীতে স্থিতিশীল কর্মসংস্থান ও গণজীবিকা রক্ষা, দারিদ্র্যবিমোচনের চূড়ান্ত লড়াইয়ে জয়ী হওয়া এবং সার্বিক সুষম সামাজিক লক্ষ্য বাস্তবায়নের বিষয় জোর দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা-থানায় কর্মসংস্থান বাড়ানো, সিপিআইসহ নানা সামষ্টিক ক্ষেত্রে সূচক স্থাপন করা হয়েছে। এ কার্যবিবরণী চলতি বছরের আর্থ-সামাজিক কার্যক্রমের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এসব মন্তব্য করা হয়েছে।

কার্যবিবরণীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিস্তারিত লক্ষ্য উল্লেখ না-করার কারণ হলো, এতে অর্থনীতিকে স্বাভাবিক নিয়মে অগ্রসর হওয়ার দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কোভিড-১৯ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। বিশ্ব অর্থনীতি মন্দাবস্থায় রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল গত এপ্রিলে প্রকাশিত 'বিশ্ব অর্থনীতির পূর্বাভাস প্রতিবেদন অনুযায়ী চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে ৩ শতাংশে দাঁড়াবে, যা গত শতাব্দীর ৩০ দশক থেকে সর্বনিম্ন পর্যায়। এ প্রেক্ষাপটে বিস্তারিত প্রবৃদ্ধির হার নির্ধারণ না করা চীন সরকারের বরাবরই বাস্তবতাকে শ্রদ্ধা জানানোর মনোভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নের জন্য চীন সরকার ছটি গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে শিল্পপ্রতিষ্ঠান রক্ষা ও কর্মসংস্থান বাড়ানোর জন্য সামষ্টিক নীতি জোরদার করা, সংস্কারের মাধ্যমে বাজারের প্রাণচাঞ্চল্য বাড়ানো, অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর কৌশলে অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি রূপান্তর করা, ফসল ও কৃষকদের ব্যয় বাড়ানো এবং গণজীবিকা উন্নত করা।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040