চলতি বছর ইতিবাচক আর্থিক নীতি প্রবর্তিত হয়েছে: চীনের অর্থমন্ত্রী
  2020-05-22 19:18:05  cri
মে ২২: চীনের অর্থমন্ত্রী লিউ খুন আজ (শুক্রবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে 'মন্ত্রীদের করিডোরে' সাক্ষাত্কার দেওয়ার সময় বলেন, 'চলতি বছর ইতিবাচক আর্থিক নীতি প্রবর্তন করেছে চীন। কোভিড-১৯ মহামারির প্রভাবে অর্থনীতি হ্রাস পাবে। ঘাটতি ৩.৬ শতাংশ বেড়েছে; যা গত বছরের তুলনায় ০.৮ শতাংশ বেশি। এর মানে ১ ট্রিলিয়ন ইউয়ান অর্থ বৃদ্ধি হয়েছে। তা ছাড়া ১ ট্রিলিয়ন ইউয়ানেরও বিশেষ জাতীয় ঋণ দেওয়া হবে'।

লিউ খুন আরও বলেন, গত বছর চীনে ব্যাপক আকারে কর কমানো হয়েছে। এ পরিমাণ ২.৩৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এ নীতি চলতি বছর অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040