পাকিস্তানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে
  2020-05-22 19:16:41  cri
মে ২২: শুক্রবার সকালে পাক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, দেশটিতে নতুন করে ২৬০৩জন রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে রোগীর মোট সংখ্যা ৫০৬৯৪জন। নতুন করে ৫০জন মারা গেছে এবং মৃতের পরিমাণ ১০৬৭জন। নতুন করে ১০৪৬জন সুস্থ হয়েছে; সর্বমোট সুস্থ হয়েছে ১৫২০১জন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ ও পূর্বাঞ্চলের পাঞ্জাবে কোভিড-১৯ মহামারির অবস্থা আশঙ্কাজনক। প্রদেশ দুটিতে যথাক্রমে ১৯৯২৪জন ও ১৮৪৫৫জন রোগী শনাক্ত হয়েছে। রাজধানী ইসলামাবাদে রোগীর সংখ্যা ১৩২৬জন।

বর্তমানে পাকিস্তান কোভিড-১৯ পরীক্ষার কাজ জোরদার করেছে। এ পর্যন্ত ৪ লাখ ৪৬ হাজার রোগীর পরীক্ষা করা হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040