ঘূর্ণিঝড় আমফানের আঘাতে বাংলাদেশে ক্ষয়ক্ষতি ১১০০ কোটি টাকা
  2020-05-22 19:06:54  cri

মে ২২: ২০ মে বিকেলে ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশে প্রবেশ করে এবং ২৮ ঘণ্টার মধ্যে দেশের ২৬টি জেলায় আঘাত হানে। এতে ২১জন নিহত হয়েছে এবং আর্থিক ক্ষতি হয়েছে ১১০০ কোটি টাকা।

১৯৬০ সালের পর থেকে এ ঘূর্ণিঝড়টি সবচেয়ে ব্যাপক ও দীর্ঘ সময় বাংলাদেশে অবস্থান করেছে। বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৫১ কিলোমিটার।

বাংলাদেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমফানের প্রভাবে বিভিন্ন স্থানের পানির উচ্চতা ৮-১০ ফুট বৃদ্ধি পেয়েছিল। দেশের ১৩টি জেলার ৮৪টি জলাধার এবং ৭.৫ কিলোমিটার বাঁধ, ২০০টি সেতু এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040