মে ২২: আজ (শুক্রবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের প্রথম সাক্ষাত্কারে চীনের কৃষি ও গ্রামমন্ত্রী হান ছাং ফু বলেন, চীনের খাদ্য উত্পাদনের পরিমাণ টানা ৫ বছর ধরে ১.৩ ট্রিলিয়ন টনের বেশি এবং মাথাপিছু খাদ্যের পরিমাণ আন্তর্জাতিক আদর্শ খাদ্য নিরাপত্তা সীমার উপরে রয়েছে। তাই, চীনে খাদ্য সংকট হবে না।
তিনি বলেন, সবাই সবসময় খাদ্যের উপর গুরুত্ব দেয়। বিশেষ করে মহামারির কারণে কিছু দেশ খাদ্য মজুদ বৃদ্ধি করেছে এবং কিছু দেশ খাদ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। চলতি বছর খাদ্য উত্পাদন স্থিতিশীল করতে অনেক ব্যবস্থা নিয়েছে চীন এবং মহামারি প্রতিরোধের পাশাপাশি বসন্তকালের কৃষিকাজ নিশ্চিত করা হয়েছে। এখন বসন্তকালের চাষের ৯০ শতাংশ শেষ হয়েছে এবং কৃষিজমির আয়তন আগের চেয়ে একটু বেড়েছে। দুই অধিবেশন শেষ হবার পরপরই ফসল তোলার কাজ শুরু হবে।
(শিশির/তৌহিদ/রুবি)