উচ্চতর মানের উন্মুক্তকরণ এগিয়ে নেবে চীন: লি খ্য ছিয়াং
  2020-05-22 17:13:32  cri

মে ২২: চীনের জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশন আজ (শুক্রবার) বেইজিংয়ে উদ্বোধন করা হয়েছে। এদিন সরকারি কার্যবিবরণীতে জোর দিয়ে বলা হয়, চীন উচ্চতর মানের উন্মুক্তকরণ এগিয়ে নেবে এবং বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ স্থিতিশীল করবে।

২০১৯ সালে বৈদেশিক উন্মুক্তকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে চীন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে; বিদেশি বাণিজ্য আইন ও শাংহাই অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকা চালু হয়েছে; পাশাপাশি মহামারিও চীনের উন্মুক্তকরণ ও উন্নয়নের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং কার্যবিবরণীতে বলেন, চীন আন্তর্জাতিক ই-কমার্সসহ নানা নতুন শিল্প উন্নত করবে; আন্তর্জাতিক পণ্যপরিবহনের ক্ষমতা বাড়াবে; নতুন দফা পরিষেবা বাণিজ্য নবায়ন করবে। পাশাপাশি, তৃতীয় আন্তর্জাতিক আমদানি মেলা আয়োজন করবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্মুক্তকরণ জোরদার করবে চীন। বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষার পাশাপাশি, বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে ইতিবাচকভাবে অংশ নেবে চীন। চীন 'আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি' স্বাক্ষর করবে, চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার অবাধ বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়া এবং চীন-যুক্তরাষ্ট্র প্রথম পর্যায়ের আর্থ-বাণিজ্যিক চুক্তি বাস্তবায়ন করবে চীন।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040