গানের মালা: মাগো ভাবনা কেন
  2020-05-22 16:05:50  cri

প্রিয় শ্রোতা, আশা করি ভাল আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'গানের মালায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সংগীত কোনো দেশের সীমা মানে না। সংগীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। যে যেখানে যেভাবেই থাকুন-না-কেন, আসুন সংগীত উপভোগ করি।

আজকের গানের মালা অনুষ্ঠানে সুন্দর সুরের সঙ্গে একটি গান এবং তার চীনা ভাষার অনুবাদ আপনাদের পড়ে শোনাবো, কেমন?

আজ একটি দেশাত্মবোধক গান। গৌরীপ্রসন্ন মজুমদারের কলমে লেখা আর হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় ও সুরে গাওয়া মাগো ভাবনা কেন গানটি বাঙ্গালীমাত্রেরই জেনে থাকার কথা। ১৯৬১ সালে প্রথম প্রচারিত হওয়া এই গানটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রিয় অনুপ্রেরণাদায়ক গানগুলোর জন্যে অন্যতম ছিল। বাংলাদেশে মূলত সেইরূপেই পরিচিত হলেও গানটি দুই বাংলারই জাতীয়তাবাদকে একইসাথে ধারণ করে। একাত্তরের মুক্তিসেনাদের মত শ্রোতারাও গানের কথা শুনে অনুপ্রাণিত হবেন, সেই আশায় গানটির পংক্তিগুলো তুলে দিলাম।

মাগো ভাবনা কেন

妈妈啊,为何焦虑

মাগো ভাবনা কেন

妈妈啊,为何焦虑

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

我们是你热爱和平的好孩子

তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি

但当敌人来了我们也知道手中握紧武器

তোমার ভয় নেই মা

不要害怕,妈妈

আমরা প্রতিবাদ করতে জানি (২)।

我们如何如何反抗。

আমরা হারবনা,হারবনা

我们不会输,不会输

তোমার মাটির একটি কণাও ছাড়বনা (২)

你土地上的一角我们也不会放弃

আমরা পাঁজর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি

我们知道如何用肋骨建筑堡垒

তোমার ভয় নেই মা

不要害怕,妈妈

আমরা প্রতিবাদ করতে জানি।

我们知道如何反抗。

আমরা অপমান সইবনা

我们不能忍受欺侮

ভীরুর মত ঘরের কোণে রইবনা (২)

不会像懦夫一样蜷缩在房间一角

আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি

我们知道如何像天空中的雷霆一样掀起风暴

তোমার ভয় নেই মা

不要害怕,妈妈

আমরা প্রতিবাদ করতে জানি।

我们知道如何反抗。

আমরা পরাজয় মানবনা

我们不能忍受失败

দূর্বলতায় বাঁচতে শুধু জানবোনা (২)

不仅知道如何在困境中生存

আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি

我们知道如何一直带着笑容死去

তোমার ভয় নেই মা

不要害怕,妈妈

আমরা প্রতিবাদ করতে জানি।

我们知道如何反抗。

মাগো ভাবনা কেন

妈妈啊,为何焦虑

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

我们是你热爱和平的好孩子

তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি

但当敌人来了我们也知道手中握紧武器

তোমার ভয় নেই মা

不要害怕,妈妈

আমরা প্রতিবাদ করতে জানি।

我们知道如何反抗。

(শিল্পী – হেমন্ত মুখোপাধ্যায়,গীতিকার – গৌরীপ্রসন্ন মজুমদার,সুরকার – হেমন্ত মুখোপাধ্যায়)

সুপ্রিয় শ্রোতা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান ? আপনার পছন্দের গান বা কবিতাগুলো আমাকে পাঠিয়ে দিতে পারেন। এই গান ও কবিতার পেছনে আপনার গল্প বা অনুভূতিগুলোও আমাকে পাঠাতে পারেন। আমি বেছে নিয়ে চীনা ভাষায় অনুবাদ করে অনুষ্ঠানে প্রচার করবো। কেমন?

আমার ইমেল ঠিকানা হচ্ছে: 1478605810@qq.com আশা করি আপনাদের সঙ্গে আরো অনেক সুন্দর সুন্দর গান বা কবিতার কথা শেয়ার করতে পারি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার কথা হবে।

(স্বর্ণা/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040