'চীনের হংকং ও ম্যাকাওয়ের দীর্ঘস্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা হবে'
  2020-05-22 10:55:11  cri
মে ২২: আজ (শুক্রবার) চীনের সরকারি কার্যবিবরণীতে জোর দিয়ে বলা হয়, সার্বিক ও সঠিকভাবে 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি, 'হংকং শহরবাসীদের দ্বারা হংকং শাসন' নীতি, 'ম্যাকাও শহরবাসীদের দ্বারা ম্যাকাও শাসন' নীতির অনুসরণ অব্যাহত রাখবে চীন সরকার। বিশেষ প্রশাসিক অঞ্চলের নিরাপত্তা সংরক্ষণের আইন ও নির্বাহী ব্যবস্থা প্রণয়ন করা হবে, যাতে বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের দায়িত্বপালন সহজতর ও কার্যকর হয়। হংকং ও ম্যাকাওয়ের অর্থনীতি আর গণজীবিকার উন্নয়নে সমর্থন দেওয়া হবে, যাতে রাষ্ট্রীয় উন্নয়নের কাঠামোতে হংকং ও ম্যাকাওয়ের দীর্ঘস্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

কার্যবিবরণীতে চীনের মূল ভূভাগের সাথে তাইওয়ানের সম্পর্কের নীতিমালাও পুনরায় ঘোষণা করা হয়। দুই তীরের বিনিময় সহযোগিতা পূরণ করা, দুই তীরের যৌথ উন্নয়ন গভীরতর করা, তাইওয়ান প্রবাসীদের কল্যাণ ব্যবস্থা ও নীতি কার্যকর করা, তাইওয়ান প্রবাসীদের সাথে যৌথভাবে তথাকথিত 'স্বাধীন তাইওয়ান-প্রয়াসী শক্তি'-র বিরোধিতা করা, এবং দেশের একীকরণ বাস্তবায়নে চেষ্টা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে কার্যবিবরণীতে। (সুবর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040