'চীন জনস্বাস্থ্য ব্যবস্থা জোরদার করবে'
  2020-05-22 10:52:50  cri
মে ২২: আজ (শুক্রবার) চীনের জাতীয় গণকংগ্রেসে লি খ্য ছিয়াং বলেন, চীন জনস্বাস্থ্য ব্যবস্থা জোরদার করবে।

তিনি বলেন চীন সবসময় মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ভবিষ্যতে চীন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সংস্কার ও উন্নয়ন করবে; সংক্রামক রোগের সরাসরি রিপোর্ট ও সতর্ক-ব্যবস্থা সুসম্পন্ন করবে; স্বচ্ছ ও উন্মুক্তভাবে মহামারির তথ্য প্রকাশের ধারা অব্যাহত রাখবে; ওষুধ, টিকা ও দ্রুত পরীক্ষা-ব্যবস্থার ক্ষেত্রে গবেষণায় বিনিয়োগ বাড়াবে; এবং জরুরি সামগ্রীর প্রাপ্যদার নিশ্চয়তা বিধান করবে।

তিনি আরও বলেন, চীন মৌলিক চিকিত্সা সেবার মান উন্নত করবে এবং জনগণের গড় চিকিত্সাবীমায় ভর্তুকি ৩০ ইউয়ান বাড়াবে।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040