প্রধানমন্ত্রী বলেন, হাইনান অবাধ বাণিজ্য বন্দর নির্মাণকাজ দ্রুততর করা হবে এবং মধ্য-পশ্চিমাঞ্চলে অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক জোন স্থাপন করা হবে। এর পাশাপাশি শিল্প্রতিষ্ঠানগুলোকে প্রধান ভূমিকা পালন করতে দেওয়া, উপকারিতামূলক সহযোগিতা জোরদার করার মাধ্যমে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, চীন দৃঢ়ভাবে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা সমর্থন করবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তা ছাড়া, চীন-জাপান-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য আলোচনা অব্যাহত রাখা এবং চীন-যুক্তরাষ্ট্র প্রথম পর্যায়ের আর্থ-বাণিজ্য চুক্তি বাস্তবায়নের চেষ্টাও করা হবে। (স্বর্ণা/আলিম/ছাই)