এতে বলা হয়, চীন দরিদ্র জেলা ও গ্রামের দারিদ্র্যবিমোচনকাজ জোরদার করবে; ভোগের মাধ্যমে দারিদ্র্যবিমোচনের তত্পরতা চালাবে; দারিদ্র্যবিমোচনের পর যেন সংশ্লিষ্টরা ফের দারিদ্র্যের কবলে না-পরে, তা নিশ্চিত করবে। পাশাপাশি, দারিদ্র্যবিমোচন কার্যক্রমের সঙ্গে গ্রামীণ সমৃদ্ধির পরিকল্পনাকে সংযুক্ত করার কাজও ত্বরান্বিত করা হবে। (ছাই/আলিময/তুহিনা)