'গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে চীন'
  2020-05-22 10:30:37  cri
মে ২২: আজ (শুক্রবার) চীন সরকারের কার্যবিবরণীতে বলা হয়েছে, চলতি বছর নীল আকাশ, সবুজ নদী ও পরিস্কার মাটি সংরক্ষণে প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্প চালু করা হবে।

কার্যবিবরণীতে বলা হয়েছে, আইনগত, বিজ্ঞানসম্মত ও নির্দিষ্টভাবে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, জ্বালানিসম্পদ সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ শিল্প উন্নত করতে হবে, এবং বন্যপশুর অবৈধ শিকার ও ব্যবসা নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি, কয়লার পরিষ্কার ও কার্যকর প্রয়োগ এবং নবায়নযোগ্য শক্তির উন্নয়ন করার ওপরও গুরুত্ব দিতে হবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040