'২০২০ সালেই সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করবে চীন'
  2020-05-22 10:23:11  cri
মে ২২: ২০২০ সালে চীনা সরকার কর্মসংস্থান ও জনজীবিকা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবে এবং সার্বিকভাবে দারিদ্র্যবিমোচন ও সচ্ছল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের চেষ্টা করবে। আজ (শুক্রবার) জাতীয় গনকংগ্রেসকে জমা দেওয়া সরকারের কার্যবিবরণীতে এ কথা বলা হয়।

কার্যবিবরণীতে বলা হয়, চলতি বছর চীনের লক্ষ্য ৯০ লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেকারত্বের হার ৬ শতাংশের মধ্য সীমিত রাখা।

কার্যবিবরণীতে আরও বলা হয়, বৈশ্বিক মহামারীর প্রভাবে চীনের উন্নয়নে অস্থিতিশীল উপাদান রয়েছে। তাই ২০২০ সালের বিস্তারিত উন্নয়ন-লক্ষ্য উত্থাপিত হয়নি। বিভিন্ন পক্ষের উচিত সংস্কার ও উন্মুক্তকরণের ভিত্তিতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, কার্যকরভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা, এবং স্বাস্থ্যকর উন্নয়ন বাস্তবায়নের পথ খুঁজে বের করা।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040