'বাজারের নিয়মে রাষ্ট্রায়ত্ত শিল্প্রতিষ্ঠানগুলোর পরিচালনা-ব্যবস্থা সম্পূর্ণ করা হবে'
  2020-05-22 10:23:23  cri
মে ২২: আজ (শুক্রবার) ত্রয়োদশ গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে উত্থাপিত চীন সরকারের গত বছরের সরকারি কার্যবিবরণীতে বলা হয়, চলতি বছর চীনে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানসংক্রান্ত তিন বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। এ পরিকল্পনা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থ তত্ত্বাবধান ব্যবস্থা সম্পূর্ণ করা হবে এবং বহুমাত্রিক মালিকানাধীন ব্যবস্থা সংস্কার গভীরতর করা হবে। বাজারের নিয়মে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর পরিচালনা-ব্যবস্থা সম্পূর্ণ করা হবে। এতে প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা-শক্তি বাড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিকাশের পরিবেশ উন্নত করা হবে। তাদের জন্য সমান সুযোগসুবিধা নিশ্চিত করা হবে এবং সব ধরনের অযৌক্তিক ব্যবস্থা তুলে নেওয়া হবে। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040