তিনি বলেন, রাজস্ব ঘাটতি ৩.৬ শতাংশের উপরে নির্ধারিত করা হবে। সরকারি বাজেট-ঘাটতি গত বছরের তুলনায় এক ট্রিলিয়ন ইউয়ান বেশি হবে। তা ছাড়া, সরকার মহামারী মোকাবিলায় বিশেষ জাতীয় ঋণ হিসেবে এক ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ দেবে। তা হবে বিশেষ সময়ের জন্য বিশেষ ব্যবস্থা।
তিনি আরও বলেন, মুদ্রানীতি স্থিতিশীল রাখার পাশাপাশি নমনীয় থাকতে হবে। রেনমিনপির বিনিময় হার একটি যুক্তিযুক্ত ও ভারসাম্য পর্যায়ে রাখার চেষ্টা করবে চীন সরকার। (স্বর্ণা/আলিম/ছাই)