চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ২০১৯ সালের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে: লি খ্য ছিয়াং
মে ২২: আজ (শুক্রবার) ত্রয়োদশ এনপিসি'র তৃতীয় অধিবেশনের উদ্বোধনী সভায় চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেন, ২০১৯ সালে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয় চীন। কিন্তু দেশের মূল লক্ষ্যসমূহ অর্জিত হয়েছে। উক্ত বছর অর্থনীতির স্থিতিশীলতা বজায় ছিল, গণজীবিকার উন্নতি ঘটেছে। ফলে সার্বিক সচ্ছল সমাজ গঠনের ভিত্তি স্থাপিত হয় ২০১৯ সালে।
২০১৯ সালে চীনের জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ। এ বছর মোট জিডিপি দাঁড়ায় ৯৯.১ ট্রিলিয়ন ইউয়ানে। শহরে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার। গ্রামাঞ্চলের দরিদ্র লোকসংখ্যা ১ কোটি ১০ লাখ ৯০ হাজার জন হ্রাস পায় এবং চীনা নাগরিকদের মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় ৩০ হাজার ইউয়ানেরও বেশি হয়। (সুবর্ণা/আলিম/মুক্তা)