যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা মাইক পম্পেও হলেন 'রাজনৈতিক ভাইরাস': সিআরআই সম্পাদকীয়
  2020-05-21 19:59:32  cri

মে ২১: সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে চীনের তাইওয়ান অঞ্চলের নেতা ছাই ইং ওয়েনকে অফিসের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি ছাই ইং ওয়েনকে তথাকথিত 'প্রেসিডেন্ট' বলে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের 'অংশীদারি সম্পর্ক' নিয়ে কথা বলেন। সাম্প্রতিক কয়েক যুগের মধ্যে এই প্রথম কোনও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্তভাবে তাইওয়ান অঞ্চলের নেতাকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানালো। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র অসংলগ্ন কার্যক্রম গুরুতরভাবে 'এক-চীন নীতি' ও 'চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ঘোষণা' লঙ্ঘন করেছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ করেছে। এতে চীনের প্রতি মার্কিন নোংরা রাজনৈতিক মনোভাব প্রকাশিত হয়।

দীর্ঘমেয়াদে তাইওয়ান ইস্যু নিয়ে কিছু মার্কিন রাজনীতিবিদ সবসময় চীনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে। এখন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ প্রতিরোধক কাজের ব্যর্থতা ধামাচাপা দিতে পম্পেও ফের তাইওয়ান ইস্যু কাজ লাগাচ্ছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে ১৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে। মহামারীর গুরুতর অবস্থার উপেক্ষা করে রাজনীতিবিদরা মিথ্যা কথা বলছেন এবং অন্যকে অভিযোগ করে বাস্তবতা আড়াল করতে চাচ্ছেন। তার কর্মকাণ্ড নিয়ে বিশ্বের নেটিজেনরা উপহাস করছে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040