অর্ধেক বিশ্ব পেইতৌ ন্যাভিগেশন ব্যবহার করছে: চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য
মে ২১: বর্তমান বিশ্বের অর্ধেক দেশ চীনের পেইতৌ ন্যাভিগেশন ব্যবস্থা ব্যবহার করছে। চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য এবং পেইতৌ ন্যাভিগেশন ব্যবস্থার প্রধান নকশাকারী ইয়াং ছাং ফেং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এ কথা বলেছেন।
ইয়াং ছাং ফেং বলেন, চলতি বছর পেইতৌ ন্যাভিগেশন ব্যবস্থা সম্পন্ন হওয়ার শেষ বছর। চূড়ান্ত উপগ্রহটি বর্তমানে সি ছাং উৎক্ষেপণ কেন্দ্রে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন কাজ প্রস্তুত হচ্ছে। আগামী জুন মাসে এ ব্যবস্থার শেষ উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে বলে জানান ইয়াং ছাং ফেং।
(রুবি/তৌহিদ/শিশির)