প্রথম আন্তর্জাতিক চা দিবস উপলক্ষ্যে সি চিন পিংয়ের অভিনন্দন
  2020-05-21 18:48:45  cri
মে ২১: আজ (বৃহস্পতিবার) জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক চা দিবস। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ দিবস উপলক্ষ্যে জাতিসংঘের নানা অনুষ্ঠানে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দনবার্তায় সি চিন পিং বলেন, চায়ের উত্স চীন এবং চীন থেকে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ আন্তর্জাতিক চা দিবস ঘোষণা দেওয়ায় চায়ের পাতার গুরুত্ব ফুটে উঠেছে। চা পাতা উত্পাদন ও ভোক্তা দেশ হিসেবে চীন বিভিন্ন পক্ষের সঙ্গে বিশ্বজুড়ে চা শিল্পের টেকসই ও স্বাস্থ্যকর উন্নয়ন সামনের দিকে এগিয়ে নিতে চায়। যাতে আরও বেশি মানুষ চা ভালোবাসে এবং চা পান করার মাধ্যমে সুন্দর জীবন উপভোগ করতে পারে।

চা বিশ্বের তৃতীয় বৃহত্তম পানীয়। সারা বিশ্বে চা উৎপাদনকারী দেশ ও অঞ্চলের পরিমাণ ৬০টিরও বেশি। চা পানকারী জনসংখ্যা ২০০ কোটি। ২০১৯ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ সম্মেলন প্রতি বছরের ২১ মে-কে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040