মহামারীর অব্যাহত আর্থিক চাপ মোকাবিলায় নতুন প্রতিরোধব্যবস্থা নিয়েছে মধ্যপ্রাচ্য
  2020-05-21 17:23:12  cri

মে ২১: তুরস্ক ও ইরানের পর মধ্যপ্রাচ্যে কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়েছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ নানা দেশে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক মাসে কোভিড-১৯ মহামারী মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ এ অঞ্চলের বড় অর্থনীতির দেশগুলো এ চাপ মোকাবিলা করছে।

বুধবার তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকে বলেন, ভবিষ্যতে অন্য প্রদেশে যাতায়াত করতে হলে ট্রাভেল কোড দেখাতে হবে।

কাতারের হাসপাতালে কোভিড-১৯ রোগীদেরকে চিকিৎসায় সুস্থ হওয়ার রোগীদের রক্তের প্লাজমা ব্যবহার করা হচ্ছে।

মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাত কয়েক দফা অর্থ বরাদ্দ দিয়েছে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040