চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশন উদ্বোধন
  2020-05-21 17:08:37  cri

মে ২১: চীনের সর্বোচ্চ গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) বার্ষিক অধিবেশন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে উদ্বোধন করা হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিংসহ চীনা নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

১৯৯৮ সাল থেকে প্রতি বছরের ৩ মার্চ গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর কোভিড-১৯ মহামারির কারণে ২২ বছরের মধ্যে প্রথম এ অধিবেশন দ্বিতীয় কোয়ার্টারে পিছিয়ে দেওয়া হয়। অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সি চিন পিংসহ অন্যান্য নেতা এবং সিপিসিসি'র সদস্যরা মহামারি মোকাবিলায় জীবন উৎসর্গকারী মানুষ ও রোগে মৃত্যুবরণকারীদের জন্য নীরবে শোক পালন করেন।

এ অধিবেশন চলবে সাত দিন। চীনের কয়েকটি রাজনৈতিক দল, জাতি ও মহলের মোট ২ হাজারের বেশি সদস্য এতে অংশগ্রহণ করবেন। তারা গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করবেন, সরকারি কার্যবিবরণী শুনবেন ও তার পর্যালোচনা করবেন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নীতিগত প্রস্তাব দেবেন।(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040