মে ২১: ২০২০ সালে কোভিড-১৯ মহামারি বিশ্বের অনেক মানুষের জীবন পরিবর্তনের পাশাপাশি বিশ্ব পরিস্থিতি পরিবর্তন করছে। বর্তমানে পশ্চিমা দেশগুলো মহামারির বিরুদ্ধে কঠোর লড়াই করছে। পাশাপাশি চীনে অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। আফ্রিকার রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক লোয়ারেন্স ফ্রিম্যান, অবকাঠামো নির্মাণ-নীতি নিয়ে ৩০ বছর ধরে গবেষণা করছেন। তার মতে, মহামারিতে বিশ্ব অর্থনীতি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় চীন ও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের মাধ্যমে আফ্রিকায় গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ এবং উন্নত যান্ত্রিক সামগ্রী রপ্তানি করা হয়। কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব অর্থনীতি বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হবার প্রেক্ষাপটে এ উদ্যোগ সব দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সুযোগ দেবে। পাশাপাশি এর মাধ্যমে নানা দেশ বাণিজ্য ও উত্পাদন কাঠামো পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয় করতে পারবে।
(শিশির/তৌহিদ/রুবি)