জরুরি জনস্বাস্থ্য পরিচালনা ব্যবস্থা উন্নয়নে সিপিপিসিসি'র সদস্যদের মন্তব্য
  2020-05-21 14:25:42  cri
মে ২১: চীনে কোভিড-১৯ প্রতিরোধ প্রক্রিয়ায় চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি'র সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ত্রয়োদশ সিপিপিসিসি'র তৃতীয় সম্মেলনের মুখপাত্র কুও ওয়েই মিন গতকাল (বুধবার) বেইজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

তিনি বলেন, সিপিপিসিসি'র অনেক সদস্য জরুরি জনস্বাস্থ্য পরিচালনা ব্যবস্থা উন্নয়নে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। তাঁরা বিভিন্নভাবে ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে ভূমিকা পালন করেছেনে। মুখপাত্র বলেন, চীন আন্তর্জাতিক সহযোগিতা চালিয়ে ভাইরাস প্রতিরোধের উপায় ও অভিজ্ঞতা বিনিময় করতে চায়। আজকের অনুষ্ঠানে আমি এ বিষয়ে কিছু কথা বলবো।

ভাইরাস প্রতিরোধের সময় চিকিৎসক মহলের সিপিপিসিসি'র সদস্যরা সামনের সারিতে কাজ করেছিলেন। এর মধ্যে ক্লিনিকাল বিশেষজ্ঞ, আবাসিক জনগোষ্ঠীতে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, হুপেই প্রদেশে সহায়তাকারী হাসপাতাল দলের প্রধান এবং উহানের বিখ্যাত হাসপাতালের প্রধানও ছিলেন। অন্য মহলের সিপিপিসিসি'র সদস্যরাও বিভিন্নভাবে ভাইরাস প্রতিরোধের কাজে অংশ নেন। ভাইরাস ও টিকা গবেষণার ক্ষেত্রে তাঁরা দিন-রাত কাজ করছেন। চিকিৎসা-সামগ্রী উৎপাদন ও সরবরাহ করার ক্ষেত্রে তাঁরা অবদান রেখেছেন। ত্রয়োদশ সিপিপিসিসি'র তৃতীয় সম্মেলনের মুখপাত্র কুও ওয়েই মিন বলেন,

'যদিও তাঁদের কাজ ভিন্ন ছিল, কিন্তু তাঁরা নিজেদের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে অবদান রেখেছেন। ভাইরাস প্রতিরোধের সময় সিপিপিসিসি'র সদস্যরা বাস্তব তৎপরতার মাধ্যমে দেশ ও জনগণকে সুরক্ষার দায়িত্ব পালন করেছেন।'

মুখপাত্র বলেন, ভাইরাস ছড়িয়ে পড়ার পর বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যরা ভাইরাস প্রতিরোধের চেষ্টা করেন। পরামর্শ সংস্থার সুবিধা কাজে লাগিয়ে পরিচালনার সামর্থ্য উন্নীত করেন। সিপিপিসিসি মোবাইল সেবা প্ল্যাটফর্ম ও ছোট আকারের পরামর্শের মাধ্যমে ভাইরাস প্রতিরোধ, কাজ ও উৎপাদন পুনরুদ্ধার, সামাজিক স্থিতিশীল প্রত্যাশা এবং আইনগত পরিচালনার প্রস্তাব দিয়েছেন। এতে এক হাজারেরও বেশি প্রস্তাব দেওয়া হয়। অনেক সদস্য জরুরি জনস্বাস্থ্য পরিচালনা ব্যবস্থার বিষয়ে আলোচনা করেন ও প্রস্তাব দেন। এ সম্পর্কে মুখপাত্র বলেন,

'কোনও কোনও সদস্য জনস্বাস্থ্য আইন ও নিয়মবিধি উন্নয়ন, জরুরি জনস্বাস্থ্য পরিকল্পনা নিয়মিত সংশোধন ও অনুশীলন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ভাইরাস পর্যবেক্ষণ ব্যবস্থার দ্রুত প্রক্রিয়ার সামর্থ্য উন্নয়নের প্রস্তাব দেন। কোনও কোনও সদস্য ভয়াবহ ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে চীনা ও পশ্চিমা চিকিৎসা সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠা, সংক্রামক রোগের বিশেষ হাসপাতাল নির্মাণ এবং জনস্বাস্থ্য দল উন্নয়নের প্রস্তাব দিয়েছেন। তাঁরা সংশ্লিষ্ট কাজ উন্নয়নে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।'

এ বছর সিপিপিসিসি'র সদস্যরা সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করবেন। পাশাপাশি এ বছরের সম্মেলন পর্যবেক্ষণ করবেন সদস্যরা।

বর্তমানে গোটা বিশ্বে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়েছে। চীন অন্যান্য দেশকে সহায়তা দিচ্ছে ও অভিজ্ঞতা বিনিময় করে যাচ্ছে। চীন বিভিন্ন দেশে চিকিৎসকদল পাঠিয়েছে এবং বিভিন্ন পদ্ধতিতে অন্যান্য দেশকে সহায়তা করার চেষ্টা করছে। এ সম্পর্কে মুখপাত্র বলেন, এসব তত্পরতায় মানবিক চেতনা এবং একটি দায়িত্বশীল বৃহৎ দেশের চিন্তা প্রতিফলিত হয়। এটি 'একই নৌকায় নদী পার হওয়া' এবং একে-অপরকে সাহায্য করার জন্য চীনা জাতির দুর্দান্ত ঐতিহ্য মূর্ত করে তুলেছে। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে 'মানবজাতি অভিন্ন ভাগ্যের সমাজ' গড়ে তুলতে চায়, যাতে দ্রুত ভাইরাস প্রতিরোধ করা যায়।

(ছাই/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040