ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমফানের আঘাতে ১০জন নিহত
  2020-05-21 13:46:33  cri
মে ২১: ভারতের গণমাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড় আমফানের আঘাতে গতকাল (বুধবার) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে অন্তত ১০ নিহত হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জির বরাত দিয়ে জানায়, ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিদ্যুত সরবরাহ ব্যাহত হয়েছে, অনেক বাড়িঘর সেতু ও বাঁধ ভেঙে গেছে এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় আবহাওয়া পূর্বাভাস বিভাগ জানায়, আমফানের কারণে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে।

পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যে স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৫ লাখ এবং ওড়িশায় দেড় লাখ মানুষকে ইতোমধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তা ছাড়া, দুই রাজ্যে প্রাকৃতিক দুর্ঘটনা মোকাবিলায় ৪১টি বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এবারের আমফান বিগত ১০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040