বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সিদ্ধান্তের মাইলফলক ভূমিকা রয়েছে: হু'র মহাপরিচালক
  2020-05-21 13:43:45  cri
মে ২১: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারি প্রতিরোধে হু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্ব স্বাস্থ্য খাতে এ সিদ্ধান্তের মাইলফলক ভূমিকা রয়েছে। গতকাল (বুধবার) তিনি অনলাইন ভিডিও ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে গৃহীত এই সিদ্ধান্ত মহামারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বিস্তারিত পরিকল্পনা দিয়েছে, বিভিন্ন সদস্য দেশকে দায়িত্ব ভাগাভাগি করা এবং হু'র আহ্বানে বিভিন্ন দেশ ও সমাজের যৌথভাবে মহামারি প্রতিরোধের কাজকে স্বীকৃতি দিয়েছে।

তিনি বলেন, এ সিদ্ধান্তে ৪টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত, ন্যায়সঙ্গতভাবে মহামারি প্রতিরোধে উচ্চ মানের স্বাস্থ্য প্রযুক্তি ভাগ করা; দ্বিতীয়ত, প্রয়োজনীয় অবস্থায় 'বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব চুক্তিসহ' আন্তর্জাতিক চুক্তি ভালোভাবে কাজে লাগানো; তৃতীয়ত, কোভিড-১৯ টিকা বিশ্ব জনস্বাস্থ্য পণ্য হিসেবে বিবেচিত হয়েছে; চতুর্থত, বেসরকারি ও সরকারি বিভাগের গবেষণার সহযোগিতায় উৎসাহিত করেছে। এতে সংশ্লিষ্ট ক্ষেত্রে নব্যতাপ্রবর্তন ও হু'র সঙ্গে তথ্য ভাগাভাগি করার কথাও উঠে এসেছে।

মহাপরিচালক বলেন, এবারের সম্মেলনে বিভিন্ন দেশ মহামারি প্রতিরোধ, চিকিৎসা, অর্থনীতি পুনরুত্থান ইত্যাদি ক্ষেত্রে তাদের লক্ষ্য তুলে ধরেছে। এক্ষেত্রে হু সমন্বয়ের ভূমিকা পালন করবে ও মহামারি প্রতিরোধে বিভিন্ন দেশকে সমর্থন দেবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040