বিশ্বের অর্থনৈতিক মন্দা এড়াতে বিভিন্ন দেশকে একতা ও সহযোগিতা জোরদারের আহবান জানায় চীন
  2020-05-20 20:24:38  cri

মে ২০: চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ত্রয়োদশ জাতীয় কমিটির তৃতীয় অধিবেশনের প্রেস ব্রিফিং বুধবার অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ সিপিপিসিসি জাতীয় কমিটির তৃতীয় অধিবেশনের মুখপাত্র কুও ওয়ে মিন জানান, কোভিড-১৯ রোগ মোকাবিলায় চীন সময়মতো ধারাবিহিক প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে। এতে অর্থনীতি উন্নয়নের প্রবণতা স্থিতিশীল রয়েছে। বিশ্বের অর্থনৈতিক মন্দা এড়াতে বিভিন্ন দেশকে একতা ও সহযোগিতা জোরদারের আহবান জানায় চীন।

তিনি জোর দিয়ে বলেন, বিভিন্ন দেশের উচিত একতা ও সহযোগিতা জোরদার করা। নিজস্ব নীতি সমন্বয় করে বিশ্বের শিল্প চেইন রক্ষা করা দরকার। যাতে বিশ্বের অর্থনৈতিক মন্দা এড়ানো যায়। এজন্য বিচ্ছিন্নকরণ, মহামারী ইস্যু নিয়ে রাজনীতিকরণ, অপবাদ-অভিযোগ ও বিরোধিতা না-করার আহবানও জানান তিনি।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040