কোভিড-১৯ মহামারির পরীক্ষায় সাহসী চীন, অর্থনীতি পুনরুদ্ধার দ্রুততর হচ্ছে: সিআরআই সম্পাদকীয়
  2020-05-20 19:14:33  cri
মে ২০: ২০২০ সালে চীনের 'দুই অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়া, বিশ্বজুড়ে বাণিজ্যের ওপর চাপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চীন কীভাবে মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে আর্থ-সামাজিক উন্নয়ন এগিয়ে নেবে, তা আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করছে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, কোভিড-১৯ মহামারির এ পরীক্ষার সম্মুখীন হয়েও চীনের অর্থনীতির দীর্ঘমেয়াদী ভালো প্রবণতা পরিবর্তিত হয় নি। চীন এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং সময়মতো আর্থ-সামাজিক কর্তব্য বাস্তবায়ন করতে সক্ষম হবে। সিআরআই সম্পাদকীয় এসব মন্তব্য করেছে।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর চীন অর্থনৈতিক পুনরুদ্ধারের সক্ষমতা দেখিয়েছে। গত দু'মাসে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, চীনের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। পাশাপাশি চীনাদের জীবনও স্বাভাবিক হতে যাচ্ছে। বিগত মে দিবসে চীনের বিভিন্ন স্থানে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা ১১ কোটি ৫০ লাখ পার্সন টাইমসে ছাড়িয়েছে।

চীনের শিল্পের ভিত্তি, পরিপূরক ব্যবস্থা এবং জনশক্তি থেকে নানা দিকে সুবিধা আসছে। তা ছাড়া দেশটিতে সুবিন্যস্ত লজিস্টিক্স ও পরিবহণ ব্যবস্থাসহ নানা ব্যবস্থার কারণে অর্থনীতির মাঝারি ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

চীনের বাজারের ওপর থেকে বিশ্বের আস্থা সরে যায় নি। জার্মান গণমাধ্যমের সূত্র জানায়, বর্তমানে চীন ও জার্মানি সরকার দু'দেশের মধ্যে বিশেষ বাণিজ্যিক বিমান চালু করার প্রস্তুতি নিচ্ছে। তা ছাড়া, ওয়ালমার্ট উহানে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এক্সন মোবিল কুয়াংতোং প্রদেশের হুইচৌ শহরে প্রকল্প শুরু করেছে। সেসব আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠান চীনের অর্থনীতির ওপর আস্থা প্রকাশ করেছে। চীনের শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের এক জরিপ থেকে জানা গেছে, ৪০ শতাংশ বিদেশি শিল্পপ্রতিষ্ঠান সম্প্রতি চীনে বিনিয়োগ জোরদারের ঘোষণা দিয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040