ছাই ইংওয়েনকে তাইওয়ানের 'প্রেসিডেন্ট' হিসেবে অভিনন্দন জানানোয় মাইক পম্পেও'র নিন্দা জানালো চীন
  2020-05-20 19:01:33  cri
মে ২০: সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাইওয়ানের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ছাই ইংওয়েনকে অভিনন্দন জানিয়েছেন এবং তাকে তথাকথিত 'প্রেসিডেন্ট' হিসেবে উল্লেখ করেছেন। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বেইজিং। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এ আচরণ 'এক-চীন নীতি' এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ বিবৃতি লঙ্ঘনের পাশাপাশি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, বিশ্বে একটি চীন আছে। তাইওয়ান চীনা ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ বিবৃতি অনুযায়ী যুক্তরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী চীন সরকারকে একমাত্র আইনানুগ সরকার হিসেবে গণ্য করে। তবে মাইক পম্পেও'র এ আচরণ তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ভুল সংকেত দিয়েছে; এতে তাইওয়ান প্রণালীর দু'তীরের শান্তি ও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040