৫জি প্লাস ৮কে পদ্ধতিতে অনুষ্ঠান সম্প্রচার করেছে সিএমজি
  2020-05-20 18:52:07  cri
মে ২০: ২০২০ সালের দুই অধিবেশনকে সামনে রেখে চায়না মিডিয়া গ্রুপ সম্প্রতি প্রথমবারের মতো ৫জি প্লাস ৮কে পদ্ধতিতে অনুষ্ঠান সম্প্রচার করছে। গতকাল (মঙ্গলবার) চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি '৫জি, ৪কে/৮কে ও এআই' প্রযুক্তির সৃজনশীল ব্যবহারবিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সিপিসি'র সম্প্রচার উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং, চায়না টেলিকম, চায়না মোবাইল ও চায়না ইউনিকমসহ নানা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

৫জি প্লাস ৪কে/৮কে প্রযোজনা-সংক্রান্ত প্রদর্শনী অঞ্চলে প্রযুক্তিবিদরা ৮কে সংকেত আপলোড-ডাউনলোড করার পাশাপাশি সংগ্রহীত ৮কে সংকেত সম্পাদনা করেন।

তারা ৮কে রেজোলিউশনের এলইডি স্ক্রিনে সিএমজি'র প্রামাণ্যচিত্র 'রঙিন চীন' উপভোগ করেন। এ প্রামাণ্যচিত্রে গত ১ বছরে চায়না মিডিয়া গ্রুপের ৫জি, ৪কে/৮কে ও এআই' প্রযুক্তি ব্যবহারের সাফল্য প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান এবং ২০২০ সালের বসন্ত উত্সবের গালা অনুষ্ঠান দেখানো হয়।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040