কোভিড-১৯ প্রতিরোধে চীনা ওষুধের উল্লেখযোগ্য অবদান রয়েছে: সিআরআই সম্পাদকীয়
  2020-05-20 17:34:13  cri
মে ২০: কোভিড-১৯ রোগ প্রতিরোধে চীনা চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। অসম্পূর্ণ পরিসংখ্যান অনুযায়ী গত এপ্রিল পর্যন্ত চীনের ৭৪ হাজারের বেশি আক্রান্ত মানুষ চীনা চিকিৎসা গ্রহণ করেছেন এবং চীনা ওষুধ খেয়েছেন। যা মোট আক্রান্তের ৯১.৫ শতাংশ। এর মধ্যে হুপেই প্রদেশে ৬০ হাজারেরও বেশি আক্রান্ত মানুষ চীনা চিকিৎসা গ্রহণ করেছেন। যা ওই প্রদেশে আক্রান্তের মোট সংখ্যার ৯০.৬ শতাংশ। ক্লিনিকাল কার্যকারিতা পর্যবেক্ষণে দেখা যায়, চীনা ওষুধের মোট কার্যকারিতার হার ৯০ শতাংশেরও বেশি। এই অসামান্য অর্জনটি দেশ-বিদেশে ব্যাপক মনোযোগ ও ইতিবাচক মূল্যায়ন পেয়েছে।

এসব অর্জন হাজার হাজার বছর ধরে চীন চিকিৎসা সংস্কৃতির সারাংশই নয়, বরং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপায় এবং তথ্য বিশ্লেষণেরও ব্যাপক ব্যবহার প্রমাণ করেছে। চীনা চিকিৎসার কার্যকারিতা আধুনিক ক্লিনিকাল মেডিক্যাল ডেটায় পুরোপুরি যাচাই করা হয়েছে।

আধুনিক চিকিৎসার একটি শাখা এভিডেন্স-বেসড মেডিসিন-ইবিএম, যা অভিজ্ঞতা-ভিত্তিক চিকিৎসা হিসাবেও পরিচিত। এর চিকিৎসা পরিকল্পনা অবশ্যই ক্লিনিকাল মেডিক্যাল তথ্য যাচাইয়ের ভিত্তিতে করা হয়।

আগে চীনা চিকিৎসা গবেষণা অভিজ্ঞতার ভিত্তিতে সংরক্ষিত হতো। তাই প্রমাণ সংগ্রহের প্রক্রিয়ায় দীর্ঘ সময় প্রয়োজন হতো। এবারের কোভিড-১৯ প্রতিরোধ প্রক্রিয়ায় প্রাথমিক পর্যায় থেকে চিকিৎসার পরিকল্পনা ও কার্যকারিতা অর্জন পর্যন্ত সব প্রমাণ-ভিত্তিক মেডিকেল ডেটার সমর্থনে করা হয়েছে।

কোভিড-১৯ প্রতিরোধের প্রক্রিয়ায় সুপার কম্পিউটার ও সিন্ড্রোম মহামারী তদন্ত এপসহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিগত পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। রোগীদের তথ্য মোবাইল ফোনের ডেটা বিশ্লেষণের মাধ্যমে করা হয়। ডেটা বিশ্লেষণের পর ২০টি হাসপাতালের এক হাজারেরও বেশি রোগীর টিসিএম সিন্ড্রোমের তথ্য পাওয়া যায়। চিকিৎসকরা শুধুমাত্র তিন দিনে কোভিড-১৯'র বৈশিষ্ট্য পেয়েছেন এবং পরিবর্তনের বিষয়গুলো নির্ধারণ করেছেন। এভাবে, কোভিড-১৯ রোগের বৃহৎ চীনা চিকিৎসা সিন্ড্রোম তদন্তের গবেষণা সম্পন্ন করা হয়, যাতে চিকিৎসার পরিকল্পনা নির্ধারণ করা যায়।

চায়না ইঞ্জিনিয়ারিং একাডেমির সভ্য ও থিয়ানচিন চীনা চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাং বো লি উহানে ৮২ দিন ছিলেন। উহানের কেন্দ্রীয় নির্দেশিকা গ্রুপের বিশেষজ্ঞ দলগুলির প্রথম দফার সদস্য হিসাবে চাং বো লি গত ২৭ জানুয়ারি একটি চীনা চিকিৎসাদল নিয়ে উহানে যান। তাঁর নেতৃত্বে চিকিৎসা কর্মীরা দ্রুত সাফল্য লাভ করেন। চাং বো লি'র নেতৃত্বে দলটি উহান জিয়াংস্যিয়া অস্থায়ী হাসপাতালের দায়িত্ব নেয়। হাসপাতালটিতে হালকা ও সাধারণ কোভিড-১৯ আক্রান্ত রোগী ছিল মোট ৫৬৪জন। এর মধ্যে কেউ গুরুতর রোগী হয় নি। চিকিৎসাকর্মীরা কেউ সংক্রমিত হন নি। উহানের ১৬টি অস্থায়ী হাসপাতালে চীনা ওষুধ ব্যবহৃত হয়েছিল। ১৬টি অস্থায়ী হাসপাতালে গুরুতর রোগী হওয়ার হার ছিল মাত্র ২ থেকে ৫ শতাংশ। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু'র প্রকাশিত ২০ শতাংশের চেয়ে অনেক কম।

চীনা চিকিৎসা বিশেষজ্ঞদের যৌথভাবে তৈরি ক্লিনিকাল কার্যকারিতা মূল্যায়নের মূল সূচক হু'র কোভিড-১৯ বৈশিষ্ট্য গবেষণা গ্রুপের উচ্চ মূল্যায়ন থেকে করা যায়। হু'র মহাপরিচালকের উচ্চ পর্যায়ের উপদেষ্টা বলেন, একটি অচেনা নতুন ভাইরাসের সামনে চীন চমৎকার, নমনীয় ও সক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে। প্রাচীন উপায়, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে আরো কার্যকর সাফল্য অর্জিত হয়েছে।

(ছাই/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040