খেলোয়াড়দের উৎসাহ দিতে 'হিউম্যান পিচবোর্ড' তৈরি করবে তুর্কি ফুটবল ক্লাব
  2020-05-20 17:32:57  cri
মে ২০: তুরস্কের গণমাধ্যম গতকাল (মঙ্গলবার) জানায়, কোভিড-১৯ মহামারীর কারণে বিভিন্ন ফুটবল খেলায় দর্শক আসন খালি থাকে। এ অবস্থায় খেলোয়াড়দের উৎসাহ দিতে তুরস্কের গালাতাসার ফুটবল ক্লাব 'হিউম্যান পিচবোর্ড' স্থাপন করবে।

খবরে বলা হয়, তারা ফুটবল অনুরাগীদের নিজস্ব ছবি ক্লাবে পাঠানোর অনুরোধ জানিয়েছে। তাদের ছবি দিয়ে 'হিউম্যান পিচবোর্ড' তৈরি করে দর্শকদের বসার আসনে স্থাপন করা হবে। এভাবে ফুটবলারদের উৎসাহ দিতে চায় ক্লাবটি।

গত ৬ মে তুর্কি ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইস্তাম্বুলে বলেন, মহামারীর কারণে স্থগিত ফুটবল ম্যাচগুলো আগামী ১২ জুন আবারও শুরু হবে।

এদিকে, গত সোমবার রাত পর্যন্ত তুরস্কে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ১৫০,৫৯৩জন। আক্রান্তদের মধ্যে ৪১৭১জন মারা গেছেন ও সুস্থ হয়েছেন ১১১,৫৭৭জন।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040