চীনের দুই অধিবেশনের ওপর নেপালের বিভিন্ন মহলের নজর
  2020-05-20 17:24:08  cri

মে ২০: কোভিড-১৯-এর প্রভাবে দেরিতে আয়োজন করা হয়েছে চীনের দুই অধিবেশন। ২১ মে দুই অধিবেশন উদ্বোধন করা হবে। বিশ্বব্যাপী কোভিড-১৯ বিস্তারকে সামনে রেখে গণ-স্বাস্থ্য সংকটের বিশেষ সময় চীনের দুই অধিবেশনের ওপর নজর রেখেছে নেপালের বিভিন্ন মহল।

সম্প্রতি নেপালের ভূমি ব্যবস্থাপনা, সহযোগিতা ও দারিদ্র্যবিমোচন মন্ত্রী পদ্মা আরিয়াল সিএমজিকে বলেন, চীনের দুই অধিবেশনের উপর তিনি নজর রাখছেন। তিনি বিশ্বাস করেন, বিশেষ এ সময় দুই অধিবেশন চীনের সমৃদ্ধি ও উন্নয়নে একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করবে।

পরিকল্পনা অনুযায়ী ২০২০ সাল হচ্ছে চীনের দরিদ্রতা নির্মূলের শেষ বছর। আরিয়াল বলেন, চীন সফরের সময় নিজের চোখে দারিদ্র্য নির্মূলের প্রক্রিয়ায় চীনের কার্যক্রম ও ফলাফল দেখেছেন। তিনি আশা করেন, চীনের সার্বিক দারিদ্র্য নির্মূলের লক্ষ্য দ্রুত বাস্তবায়ন হবে।

চীন ও নেপালের গণমাধ্যম সংস্থার চেয়ারম্যান ধুরুবা পাউদেল বলেন, পরিবর্তনশীল প্রেক্ষাপটে গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়ে অভিন্ন উন্নয়ন বাস্তবায়নে চীনের দুই অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দু'অধিবেশনের সাফল্য কামনা করেন তিনি।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040