অব্যাহতভাবে বিদেশি বাণিজ্য আকর্ষণ করছে চীন
  2020-05-20 15:34:28  cri
মে ২০: সম্প্রতি এক শ্রেণীর বিদেশি রাজনীতিক ও গণমাধ্যম প্রচার করে যে, চীন থেকে বিদেশি বিনিয়োগ সরে যাচ্ছে। এ ভ্রান্ত দাবির অসত্যতা প্রমাণ করেছে পরিসংখ্যান।

চীনের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরোর গত ৮ মে এক পরিসংখ্যানে জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে প্রত্যক্ষ বিনিয়োগ হয় ৩ হাজার ৩৬০ কোটি মার্কিন ডলার। কোভিড-১৯ মহামারির কুপ্রভাব দূর না হলেও চীনে বিদেশি বিনিয়োগ সরে যায় নি, বরং বেড়েছে।

বর্তমানে চীন কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণ করেছে এবং স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ ফিরিয়ে আনায় এ সফলতা।

সুইজারল্যান্ডের লাউসানের ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মার্ক ক্রিভেন গত ৮ মে দেশটির লে টেম্পস পত্রিকায় দেওয়া সাক্ষাত্কারে বলেন, চীন একমাত্র দেশ যেখানে গাড়ি উত্পাদন ও বীমাসহ নানা আশা দেখা দিচ্ছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040