টিকা কোনও বিলাসী পণ্য নয়, এটি সবার জন্য :ইইউ কমিশনের প্রেসিডেন্ট
  2020-05-20 11:41:17  cri

মে ২০: গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উসুলা ভন দে লায়েন এক ভিডিওবার্তায় বলেন, কোভিড-১৯ রোগের টিকা অল্প কিছু মানুষের জন্য বিলাসী পণ্য নয়, বরং সারা বিশ্বের জন্য ব্যাপক প্রচলিত পণ্য।

 

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে যত দ্রুত সম্ভব কোভিড-১৯ রোগের টিকা গবেষণার অর্থ সংগ্রহ করা ইউরোপীয় ইউনিয়ন ও ইইউ'র সংশ্লিষ্ট গবেষণায় সহায়ক। তিনি জোর দিয়ে বলেন, টিকা গবেষণা সফল হলে তা ব্যাপকভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চলমান সংকটে ঐক্যবদ্ধ সহযোগিতা বেশি প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের উচিত মহামারী প্রতিরোধে মনোযোগ দেওয়া; এখন মানবজাতির একতা ও সহযোগিতার একটি বিশেষ মুহূর্ত।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040