তাইওয়ান ইস্যুতে মার্কিন রাজনীতিকদের আচরণ অগ্রহণযোগ্য: সিআরআই সম্পাদকীয়
  2020-05-19 20:20:34  cri
মে ১৯: ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গত ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত হয়। তাইওয়ান পৌর সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অন্তর্ভুক্ত নয়। মার্কিন এক শ্রেণির রাজনীতিক 'তাইওয়ানের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়া নিয়ে যে নাটক করেছে, তা ব্যর্থ হয়েছে। সেসব মার্কিন রাজনীতিকের কোভিড-১৯ ইস্যুতে তাইওয়ানকে জড়ানো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন বিশৃঙ্খলা করার যন্ত্রণা অগ্রহণযোগ্য; এসব মন্তব্য করেছে সিআরআই সম্পাদকীয়।

গত মে থেকে কোভিড-১৯ মহামারি প্রতিরোধের ব্যর্থতা ঢাকতে এবং চীনকে অপমান করতে এক শ্রেণির মার্কিন রাজনীতিক 'বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তাইওয়ানের যোগদানের' বিষয় নিয়ে প্রতারণা শুরু করে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাইওয়ানের সমর্থনে বেশ কিছু পোস্ট দেয়। তবে মার্কিন রাজনীতিকরা সুস্পষ্টভাবে 'এক চীন নীতি' লঙ্ঘন করতে চাইলে তা ব্যর্থ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইনবিষয়ক কর্মকর্তা স্টিভেন সলমন বলেন, গণপ্রজাতন্ত্রী চীন সরকার জাতিসংঘে চীনের একমাত্র আইনি প্রতিনিধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে একই দৃষ্টিভঙ্গি পোষণ করে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040