চীনের আসন্ন 'দুই অধিবেশন' নিয়ে আন্তর্জাতিক সমাজের প্রত্যাশা
  2020-05-19 19:56:27  cri

মে ১৯: চীনের 'দুই অধিবেশন' ২১মে উদ্বোধন করা হবে। বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা জানান, এতে আরও বেশি উন্নয়নের নীতি অনুসরণ করা হবে, যাতে দেশের অর্থনীতি পুনরুদ্ধার হয় এবং উন্নয়নের আস্থা বাড়ে।

রুশ রাষ্ট্রীয় দুমার ভাইস চেয়ারম্যান তলস্তয় সাংবাদিকদের বলেন, মহামারীর মুখে, রাশিয়া ও চীন পরস্পরকে সাহায্য করে আসছে, এতে আবারও প্রমাণিত হয় যে দু'দেশ হচ্ছে প্রকৃত বন্ধু এবং তারা একসঙ্গে দুর্যোগ মোকাবিলা করছে। কার্যকরভাবে মহামারী নিয়ন্ত্রণ করার পর, দুই অধিবেশনে অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের নেওয়া নানা ব্যবস্থার উপর আমরা নজর রাখছি। কারণ আমাদেরও একই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। চীনের অভিজ্ঞতা আমাদের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি।

জার্মান ফেডারেল পার্লামেন্টের ডেপুটি স্পিকার ড. হান্স-পিটার ফ্রেডরিখ জানান, 'দুই অধিবেশনের' মাধ্যমে আমরা জানতে পারব পরবর্তী পর্যায়ের উন্নয়নে চীন কী কী ব্যবস্থা নেবে। মহামারীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থনৈতিক পুনরুদ্ধার। চীনের নেওয়া ব্যবস্থা জার্মানি ও ইউরোপের উপর কী কী প্রভাব ফেলবে- তার উপর সবাই নজর রাখবে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040