৫০ হাজার কোটি মার্কিন ডলার সহায়তা নিরর্থক, মার্কিন কংগ্রেসের তদন্ত
  2020-05-19 18:51:47  cri
মে ১৯: গত মার্চে মার্কিন কংগ্রেসে ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্রস্তাবের জবাবে ৫০ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল ঘোষণা করা হয়। তবে এই ৫০ হাজার কোটি ডলারের মধ্যে শুধু ৩ হাজার সাতশ ৫০ কোটি ডলার কাজে লাগানো হয়েছে। দেশটিতে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়া ও সেসব প্রতিষ্ঠানে বেকারত্ব বেড়ে যাওয়ায় এই ৫০ হাজার কোটি ডলার এখন নিরর্থক হয়ে পড়েছে।

প্রস্তাবে অর্থ বিতরণ নিশ্চিত করতে মার্কিন কংগ্রেসে একটি তত্ত্বাবধান কমিটির গড়ে তোলা হয়। প্রতি ৩০ দিন পর কংগ্রেসে সংশ্লিষ্ট কাজ অবহিত করার আহ্বান জানানো হয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এয়ারলাইন্সকে ঋণ দেওয়ার কথা বলেছিল। এখন পর্যন্ত তা দেওয়া হয় নি। ৫০ হাজার কোটি ডলার তহবিলে ৪ হাজার ছয়শ কোটি ডলার এয়ারলাইন্স কোম্পানিকে দেওয়ার কথা। তবে কোনও বরাদ্দ দেওয়া হয় নি।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন রাজনীতিবিদ অর্থ মন্ত্রণালয়ের সমালোচনা করেছেন। সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, অর্থ মন্ত্রণালয় সব শিল্পপ্রতিষ্ঠানকে সাহায্য করে নি।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040