ঐক্যবদ্ধভাবে মহামারি মোকাবিলার আহ্বান জানালেন বিশ্বনেতারা
  2020-05-19 16:08:27  cri

মে ১৯: গতকাল (সোমবার) অনুষ্ঠিত ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও চীনসহ নানা দেশের নেতারা ভাষণ দেন। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে মহামারি মোকাবিলার আহ্বান জানান।

৭২তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের চেয়ারম্যান, লাওসের স্বাস্থ্যমন্ত্রী বৌনকোং সিহাভোং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ শুনে বলেন, প্রেসিডেন্ট সি'র ভাষণ সবাইকে উত্সাহ দিয়েছে। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে চীন সফলতা অর্জন করার পাশাপাশি বিশ্বের জন্য অভিজ্ঞতা দিয়েছে ও সহযোগিতা করেছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সম্মেলনে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি সমর্থন জানান। তিনি বলেন, কেবল হু'র সমন্বয় ও পরিচালনায় কোভিড-১৯ মহামারি প্রতিরোধ করা যাবে। এদিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার ভিডিও ভাষণে বলেন, কোভিড-১৯ মহামারি একটি বৈশ্বিক সংকট এবং কোনও দেশ একাকী নিজেকে রক্ষা করতে বা মোকাবিলা করতে পারে না। তিনি হু'র নেতৃত্ব স্বীকার করেন এবং আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধভাবে মহামারি মোকাবিলার আহ্বান জানান।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040