নভেল করোনাভাইরাসের উত্স প্রকৃতি: মার্কিন এপিডেমিওলজিস্ট
  2020-05-19 16:07:51  cri

মে ১৯: ইউএসএআইডি'র এপিডেমিওলজিস্ট ডেনিস কার্লো সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, মহামারির শুরুতে গুরুত্ব না দেওয়া, ব্যাপক পরীক্ষা না-করা এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না-নেওয়ার কারণে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে গুরুতর মহামারির দেশে পরিণত হয়েছে। মার্কিন সরকারের নীতি সমন্বয় ও মহামারি প্রতিরোধ কাজ দুর্বল প্রমাণিত হয়েছে।

ড. কার্লো বলেন, এখন যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করা যায় নি এবং এ ভাইরাস সম্পর্কে স্পষ্ট জ্ঞান নেই।

কিছু অঙ্গরাজ্যে কোনও কঠোর প্রতিরোধক ব্যবস্থা নেওয়া হয়নি এবং উত্পাদনকাজ শুরু করায় মহামারি ফিরে আসতে পারে।

ভাইরাসের উত্স সম্পর্কে ড. কার্লো বলেন, পরীক্ষাগারে করোনাভাইরাস তৈরির কোনও প্রমাণ নেই। ঐতিহাসিক পর্যাপ্ত উদাহরণ প্রমাণ করে যে, বন্য প্রাণী থেকে সহজেই ভাইরাস মানুষে ছড়িয়ে পড়ে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040