সব পক্ষকে রাজনৈতিক পদ্ধতিতে সিরিয়া সমস্যা সমাধানের আহ্বান চীনের
  2020-05-19 14:22:11  cri
মে ১৯: জাতিসংঘে চীনের ভারপ্রাপ্ত উপ-প্রতিনিধি ইয়াও শাওজুন গতকাল (সোমবার) সিরিয়াবিষয়ক এক সম্মেলনে বিভিন্ন পক্ষকে রাজনৈতিক পদ্ধতিতে সিরিয়া সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

ইয়াও শাওজুন বলেন, চীন বরাবরই সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধানের পক্ষে। সিরিয়ার বিভিন্ন পক্ষের উচিত সাংবিধানিক কাউন্সিলে গঠনমূলকভাবে অংশগ্রহণ এবং সংলাপ বজায় রাখা। বাইরের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে সিরিয়ার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সিরিয়ার জনগণকেই।

তিনি আরও বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা থাকা উচিত। চীন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাব অনুসারে, সিরিয়া ইস্যুতে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূতের কার্যক্রমকে সমর্থন করে। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040