মার্কিন বাণিজ্য-নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানালো হুয়া ওয়েই
  2020-05-19 14:20:55  cri
মে ১৯: গতকাল (সোমবার) বিকেলে অনুষ্ঠিত হুয়া ওয়েই'র ১৭তম বিশ্ব বিশ্লেষক সম্মেলনে সভাপতি কুও ফিং এক বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়: যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ সম্প্রতি শুধু হুয়াওয়েইর বিরুদ্ধে বিধি পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে হুয়াওয়েই তার তীব্র প্রতিবাদ জানায়। গত বছরের ১৬ মে মার্কিন সরকার কর্তৃক অযৌক্তিকভাবে কালো তালিকাযর্ভুক্ত হবার পর হুয়াওয়েই অনেক কঠিন পরিস্থিতির মুখে পড়লেও, সর্বদা আইন ও বিধিমালা মেনে চলেছে এবং গ্রাহক ও সরবরাহকারীদের সাথে যথাযথ আচরণ করে আসছে।

তবে হুয়াওয়েইর উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে মার্কিন সরকার, অনেক শিল্প সমিতি ও সংস্থার উদ্বেগ উপেক্ষা করে, সরাসরি পণ্যবিধি বিস্তৃত ও সংশোধন করেছে, যা ধ্বংসাত্মক। এই নিয়মের অধীনে, বিশ্বের প্রায় ১৭০টিরও বেশি দেশে হুয়াওয়েইর পণ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা ট্রিলিয়ন ডলারের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হবে। নিজের স্বার্থের জন্য বিশ্বের বিভিন্ন দেশের স্বার্থ উপেক্ষা করছে মার্কিন কর্তৃপক্ষ।

এই নিয়ম পরিবর্তন কেবল হুয়াওয়েই কোম্পানিকে নয়, বরং বিশ্বজুড়ে সংশ্লিষ্ট শিল্পগুলোর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘমেয়াদে, চিপসের মতো শিল্পগুলিতে বিশ্বব্যাপী সহযোগিতার আস্থার ভিত্তি ধ্বংস হয়ে যাবে এবং শিল্পের মধ্যে দ্বন্দ্ব এবং ক্ষয়ক্ষতি আরও তীব্র হবে। যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের উদ্যোগকে দমন করার জন্য নিজস্ব প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে, যা অবশ্যই আমেরিকান প্রযুক্তি উপাদান ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য দেশের সংস্থাগুলির আস্থাকে দুর্বল করে দেবে এবং শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থের ওপর আঘাত আসবে।

হুয়াওয়েই এই ঘটনার সার্বিক মূল্যায়ন করছে এবং সমাধান সন্ধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছে এবং গ্রাহক ও সরবরাহকারীদের এই বৈষম্যমূলক নিয়মের বিরূপ প্রভাব থেকে বাঁচতে হুয়াওয়েইর সাথে থাকার আহ্বান জানাচ্ছে। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040