থাও চ্য
  2020-05-19 10:04:11  cri

থাও চ্য, ১৯৬৯ সালের ১১ জুলাই চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার একজন বিখ্যাত পুরুষ কন্ঠশিল্পী, সুরকার ও গীতিকার।

১৯৯৩ সালে তিনি সঙ্গীত-প্রযোজক হিসেবে সঙ্গীতমহলে পা রাখেন। তারপর ১৯৯৭ সালে তিনি কন্ঠশিল্পী হিসেবে গান প্রকাশ করতে শুরু করেন।

১৯৯৭ সালে তিনি প্রথম অ্যালবাম 'ডেভিড তাও' দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।

১৯৯৯ সালে থাও চ্য-এর অ্যালবাম 《I'm OK》 প্রকাশিত হয়। এতে থাও চ্য R&Bসহ বিভিন্ন সঙ্গীতের স্টাইলের মিশ্রণ ঘটিয়েছেন। এই অ্যালবাম ৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়।

২০০০ সালে থাও চ্য ও ওয়াং লি হুং এবং চেন ই সুনসহ কয়েকজন কন্ঠশিল্পী একসাথে ১৩তম 'সূর্য পরিকল্পনার' জন্য থিম সং 'মাথা উঁচু করো' রচনা করেন।

২০০২ সালের নভেম্বর মাসে থাও চ্য হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে কনসার্ট আয়োজন করেন এবং 'চাঁদ আমার মনের প্রতিনিধিত্ব করে' গানটি পরিবেশন করেন। একই বছরের ডিসেম্বর মাসে তিনি হংকংয়ের বিখ্যাত শিল্পী লিয়াং ছাও ওয়েই-এর জন্য 'বাতাস' ও 'শেষ নাচ' রচনা করেন।

২০০৩ সালের অগাস্ট মাসে থাও চ্য-এর অ্যালবাম 'Ultrasound, সঙ্গীতের পথ' প্রকাশিত হয়। এতে ৬ বছরের মধ্যে থাও চ্য-এর রচিত ২৪টি গান অন্তর্ভুক্ত করা আছে।

২০০৫ সালের জানুয়ারি মাসে থাও চ্য-এর অ্যালবাম 'শান্ত সমাজ' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত ১৩টি গানের মধ্যে থাও চ্য নিজেই ১১টি গান রচনা করেছেন। এই অ্যালবাম প্রকাশের প্রথম সপ্তাহে এশিয়ায় ৯ লাখ কপি বিক্রি হয়।

২০০৬ সালের জুন মাসে, থাও চ্য 'শান্ত সমাজ' অ্যালবাম নিয়ে ১৭তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার লাভ করেন।

২০০৬ সালের অগাস্ট মাসে তাঁর আরেকটি অ্যালবাম 'খুব সুন্দর' বাজারে আসে। এই অ্যালবামের ১৩টি গানের মধ্যে থাও চ্য নিজেই ১০টি গান রচনা করেন। এর প্রতিনিধিত্বকারী গান 'ভুলে যেও না' সবার পছন্দ হয়েছে।

২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে, চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র বসন্ত উত্সবের অনুষ্ঠানে থাও চ্য এবং কন্ঠশিল্পী ছাই ই লিন একসাথে 'আজ তুমি আমাকে বিয়ে করবে' গানটি পরিবেশন করেন।

২০০৭ সালের ২৬ ও ২৭ অক্টোবর থাও চ্য তাইপেই শহরে নিজের কনসার্ট আয়োজন করেন।

২০০৭ সালের ২৩ ও ২৫ মার্চ, থাও চ্য হংকংয়ে তিনটি ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। ২০০৯ সালের অগাস্ট মাসে থাও চ্য-এর অ্যালবাম 'চেপ্টার ৬৯' বাজারে আসে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থাও চ্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040