ছাই চিয়ান ইয়ান
  2020-05-19 10:02:00  cri

ছাই চিয়ান ইয়ান, ১৯৭৫ সালের ২৮ জানুয়ারি সিংগাপুরে জন্মগ্রহণ করেন। তিনি এখন চীনের তাইওয়ান প্রদেশে বসবাস করছেন। তিনি হলেন চীনা ভাষার বিখ্যাত কন্ঠশিল্পী এবং গীতিকার।

ছাই চিয়ান ইয়া ১৯৯৬ সালে সঙ্গীত অপেরা 'হট প্যান্টস'-এ অভিনয় করেন। ১৯৯৭ সালে তাঁর ইংরেজি অ্যালবাম 'Bored' সিংগাপুরে প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগতে পরিচিতি লাভ করেন।

ছাই চিয়ান ইয়া-এর প্রথম গান "My Color TV Set" রিলিজ হওয়ার পর পরই স্থানীয় রেডিও স্টেশনের সঙ্গীত তালিকার দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়।

১৯৯৯ সালে ছাই চিয়ান ইয়া-র প্রথম চীনা ভাষার অ্যালবাম 'তানইয়া' প্রকাশিত হয়। এই অ্যালবাম নিয়ে তিনি ১১তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর মনোনোয়ন পান।

১৯৯৯ সালের ডিসেম্বর মাসে ছাই চিয়ান ইয়া সিংগাপুরে তাঁর আরেকটি ইংরেজি অ্যালবাম 《Luck》 প্রকাশ করেন। ২০০০ সালে তাঁর চীনা ভাষার অ্যালবাম 'স্মরণ' বাজারে আসে। তিনি Chicken Rice War নামের চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং এর থিম সংও গেয়েছেন।

২০০১ সালে ছাই চিয়ান ইয়া'র চীনা ভাষার সঙ্গীত অ্যালবাম 'I Do Believe' রিলিজ হয়।

২০০২ সালে জাপানে ছাই চিয়ান ইয়া'র অ্যালবাম 《Secret Lavender》 রিলিজ হয়। একই বছর ছাই চিয়ান ইয়া 'ভুল নম্বরে কল দিয়েছো' গানটি নিয়ে ১৩তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ সুরকারের মনোনোয়ন পান। একই বছর তিনি সিংগাপুরে 《Jupiter》 নামের একটি ইংরেজি অ্যালবাম প্রকাশ করেন।

২০০৩ সালের ৬ জুন ছাই চিয়ান ইয়া'র অ্যালবাম 'অপরিচিত মানুষ' বাজারে আসে। একই বছরের ৬ জুলাই তিনি তাইওয়ানে কনসার্টের আয়োজনও করেন।

২০০৪ সালে তিনি প্রথমবারের মতো অ্যালবামের প্রযোজক হিসেবে তাইওয়ানের বিখ্যাত কন্ঠশিল্পী লিয়াং ইয়ুং ছি'র জন্য একটি অ্যালবাম তৈরি করেন।

২০০৪ সালে ছাই চিয়ান ইয়া 'অপরিচিত মানুষ' অ্যালবাম নিয়ে ১৫তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর মনোনোয়ন পান।

২০০৭ সালের ১৯ অক্টোবর ছাই চিয়ান ইয়া'র নিজের তৈরি করা অ্যালবাম '《Goodbye & Hello》 রিলিজ হয়। একই বছরের ডিসেম্বর মাসে তিনি এবং তাইওয়ানের কন্ঠশিল্পী তাই পেই নি একসাথে তাইপেই শহরে কনসার্ট আয়োজন করেন।

২০০৮ সালের মার্চ মাসে ছাই চিয়ান ইয়া হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে, এবং জুলাই মাসে তাইওয়ানে এবং ডিসেম্বর মাসে শাংহাইয়ে নিজের ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছাই চিয়ান ইয়া-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040