বর্ণবাদী আচরণ করে মার্কিন রাজনীতিবিদরা সুফল পাবেন না: সিআরআইয়ের সম্পাদকীয়
  2020-05-18 20:15:04  cri

মে ১৮: "সংকটের সময়, আমরা সত্যি মানবিকতার সবচেয়ে ভালো দিক দেখেছি, কিন্তু কিছু সময় আমরাও মানুষের সবচেয়ে খারাপ দিকটিও দেখেছি।" সম্প্রতি মার্কিন সান অ্যান্তোনিও শহরের মেয়র রন নিরেনবার্গ এ মন্তব্য করেছেন। তিনি বলেন, কোভিড-১৯ মহামারীর ব্যাপক বিস্তারের সময় বিদ্বেষাত্মক বক্তব্য বেড়েছে। বর্ণবৈষম্যের বিস্তার ঠেকাতে, সম্প্রতি ওই শহরের কর্মকর্তারা এক বিধান পাস করেছেন। এতে "চাইনিজ ভাইরাস", "কুংফু ভাইরাস"- এ ধরনের নির্দিষ্ট জাতি ও অঞ্চলের সঙ্গে জড়িত অপমানজনক শব্দ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিধানে আরও জোর দিয়ে বলা হয়েছে যে, করোনাভাইরাস কোনও নির্দিষ্ট জাতি ও বর্ণের সঙ্গে জড়িত নয়। এমন বক্তব্যে এশিয়ান আমেরিকান ও অভিবাসীদের বিরুদ্ধে হিংসাত্মক অপরাধ বৃদ্ধি পাবে। সিআরআই সম্পাদকীয় এসব কথা বলেছে।

এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অনেকবার কোভিড-১৯ ভাইরাসকে "উহান ভাইরাস" বলে উল্লেখ করেছেন। এমনকি, তিনি এ বর্ণবাদী শব্দ আন্তর্জাতিক সমাজকে বলার জন্যও উস্কানিও দেন!

হোয়াইট হাউসের কর্মকর্তা পিটার নাভারো চীনকে অপবাদ দিয়ে বলেন,"চীন কয়েক লাখ চীনা মানুষকে ভাইরাস-সহ পাঠিয়েছে, তারা বিমান করে মিলান, নিউ ইয়র্ক ও বিশ্বের অন্যান্য স্থানে গিয়ে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে।" এরপর নেট ব্যবহারকারীরা জানতে চেয়েছেন, "তিনি পাগল হয়েছেন কিনা?"

মার্কিন রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ রক্ষায় বর্ণবাদের ঘৃণা ছড়িয়ে থাকেন। বর্ণবাদী আচরণ করে মার্কিন রাজনীতিবিদরা সুফল পাবেন না ।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040