মে ১৮: আজ (সোমবার) ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন জেনিভায় উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে এবারের সম্মেলন অনলাইনে আয়োজন করা হলো। সম্মেলনের সময় কমিয়ে দু'দিন করা হয়েছে। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা কোভিড-১৯ মহামারি নিয়ে ভাষণ দেবেন। ভাষণে তারা মহামারি প্রতিরোধ-সংক্রান্ত বিভিন্ন বিষয় অবহিত করবেন এবং মোকাবিলার সাফল্য তুলে ধরবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি উন্নত হলে পরবর্তীতে পুনরায় সংস্থার এ সম্মেলন আয়োজন করা হতে পারে।
(রুবি/তৌহিদ/শিশির)